নিজের পেশাদার ফুটবলের প্রথম ক্লাবটি কিনেই নিলেন রোনাল্ডো নাজারিও
কলকাতা টাইমসঃ
নিজের পেশাদার ফুটবলের প্রথম ক্লাবটি কিনেই নিলেন ব্রাজিলিয়ান তারকা রোনাল্ডো। ব্রাজিলের ওই ক্লাবটির নাম ক্রুজেরিও। এই ক্লাবেই নিজের পেশাদার ফুটবল ক্যারিয়ার শুরু করেন কিংবদন্তি ফুটবলার রোনাল্ডো নাজারিও। প্রসঙ্গত লিভারপুলের মালিক ফেনওয়ে স্পের্টস গ্রুপও কিনতে চেয়েছিল এই ক্লাবটিকে।
১৯৯৩ সালে ক্রুজেরিও হয়েই পেশাদার ফুটবলে আবির্ভাব রোনাল্ডোর। ক্রুজেইরো তাকে খুব বেশি অর্থ দিতে পারেনি। তিনি চলে যান পিএসভি আইন্দহোফেনেতে। সেখান থেকে রোনাল্ডোর যাত্রা শুরু ইউরোপে। খেলেছেন বার্সেলোনা, ইন্টার মিলান, রিয়াল মাদ্রিদ, এসি মিলান ও করিন্থিয়ানস নামক জগৎবিখ্যাত সব ক্লাবে।
গতকাল শনিবার রোনাল্ডোর সঙ্গে চুক্তি করেন ক্লাবের আগের মালিক। সেই সময় ক্লাবটির বর্তমান প্রেসিডেন্ট সার্জিও সান্তোস রদ্রিগেজও উপস্থিত ছিলেন বলে জানা যাচ্ছে।