November 12, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular খেলা

রোনাল্ডো-সালাহকে পেছনে ফেলে উয়েফা বর্ষসেরা ফুটবলার হলেন লুকা মদ্রিচ!

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

র্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও মিশরের মোহাম্মদ সালাহকে পেছনে ফেলে প্রথমবারের মতো উয়েফা বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতে নিলেন ক্রোয়েশিয়ার মিডফিল্ডার লুকা মদ্রিচ। বৃহস্পতিবার রাতে মোনাকোয় চ্যাম্পিয়ন্স লিগের অনুষ্ঠানে ইউরোপের সেরা খেলোয়াড় হিসেবে তার নাম ঘোষণা করা হয়।

ইউনিয়ন অব ইউরোপিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনসের (উয়েফা) ক্লাবগুলোর খেলায়াড়দের মধ্য থেকে ঘরোয়া, মহাদেশীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতার পারফরম্যান্স বিচার করে ‘সেরা খেলোয়াড়’ নির্বাচন করা হয়। পুরস্কারটি সর্বোচ্চ তিনবার জিতেছেন রোনাল্ডো। দু’বার জিতেছেন বার্সেলোনার আর্জেন্টাইন ফরোয়ার্ড লিওনেল মেসি। একবার করে জিতেছেন আন্দ্রেস ইনিয়েস্তা ও ফ্রাঙ্ক রিবেরি।

প্রথম ক্লাব হিসেবে রিয়েলে মাদ্রিদের টানা তৃতীয়বার চ্যাম্পিয়ন্স লিগ জয়ে বড় অবদান ছিল মদ্রিচের। মাদ্রিদের ক্লাবটির হয়ে গত মরসুমে উয়েফা সুপার কাপ, স্প্যানিশ সুপার কাপ ও ক্লাব বিশ্বকাপ শিরোপাও জিতেন তিনি। আর রাশিয়া বিশ্বকাপে ক্রোয়েশিয়াকে ফাইনালে তুলতে বড় অবদান রাখে মদ্রিচ। জিতে নিয়েছেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার ‘গোল্ডেন বল’।

 

Related Posts

Leave a Reply