January 19, 2025     Select Language
Editor Choice Bengali KT Popular খেলা

মাঠ জুড়ে অলৌকিক ফুটবল রোনাল্ডোর, ৩-০ ব্যবধানে উড়ে গেলো জুভেন্টাস 

[kodex_post_like_buttons]

নিউজ ডেস্কঃ

চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে জুভেন্টাসকে ৩-০ গোলে হারাল রিয়াল মাদ্রিদ। প্রথম লেগের ম্যাচে তিন মিনিটের মাথায় রোনাল্ডোর গোলে এগিয়ে গিয়েছিল রিয়াল। ইসকোর বাড়িয়ে দেওয়া বল থেকে দলের হয়ে প্রথম গোলটি করেন সিআরসেভেন। ম্যাচটির শেষ মুহূর্তে একটি অনবদ্য গোল দিয়ে বার্য়ানের জয় সুনিশ্চিৎ করেন রোনাল্ডো।

প্রথম খেলোয়াড় হিসেবে চ্যাম্পিয়ন্স লিগে টানা ১০ ম্যাচে গোল করার রেকর্ড গড়লেন এই পর্তুগীজ তারকা। তবে বুধবারের ম্যাচে তিনি শুধু গোল করলেনই না তিনি মার্সলোকে গোল করতে সাহায্যও করলেন। ঘরের মাঠে জুভেন্টাসের ভরাডুবির প্রধান কারণ রক্ষণে ব্যর্থতা। বেঞ্জেমাকে বেশি গার্ড করেতে গিয়ে রোনাল্ডোকে যেন একটু খেলার সুযোগই করে দিলেন জুভেন্তাসের ফুটবলাররা।

পুরো মাঠ জুড়ে একপ্রকার অলৌকিক ফুটবল খেললেন রোনাল্ডো। ৫০ মিনিটের মাথায় সি আর সেভেনের গোলপোস্ট লক্ষ্য করে নেওয়া শট একটুর জন্য মিস না হলে হ্যাট্রিক আটকানো সম্ভব ছিল না। এর কিছুক্ষণ পরেই ৬৩ মিনিটে একটি অসাধারণ গোল করেন জিদানের প্রিয় শিষ্য। দানি কারভাজালের ক্রসকে অসাধারণ ক্ষিপ্রতার সাথে গোলে পরিবর্তন করেন রোনাল্ডো। তার অতিমানবিক কিকে অভিভূত হতে দেখা যায় গুরু জিনেদিন জিদানকেও। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে এই মরশুমে রিয়ালের হয়ে রোনাল্ডোর এটি ৩৯ নম্বর গোল। ইউরোপের সেরা পাঁচ লিগের মধ্যে যা সর্বোচ্চ।

রক্ষণে ভরাডুবি ছাড়াও বারবার সুযোগ পেয়েও কাজে লাগাতে ব্যর্থ হয় ইতালির ক্লাবটি। প্রথমার্ধের শুরুতেই রোনাল্ডোর গোলে রিয়াল এগিেয় গেলেও ষষ্ঠ মিনিটে ম্যাচে সমতা ফেরানোর দারুণ সুযোগ তৈরি হয় পাওলো দিবালার সামনে। গোলপোস্টের কাছে বল নিয়ে পৌঁছে গিয়েও শেষ মুহূর্তে দলকে কাঙ্ক্ষিত গোল এনে দিতে পারেননি আর্জেটিনার ফরোয়ার্ড। কোয়ার্টার ফাইনালে লেগের দু’নম্বর ম্যাচ খেলতে আগামী বুধবার মুখোমুখি হবে দল দু’টি।

 

Related Posts

Leave a Reply