November 23, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular খেলা

চ্যাম্পিয়ান্স লীগের ফাইনালে কি অনিশ্চিত রোনাল্ডো !

[kodex_post_like_buttons]

নিউজ ডেস্কঃ

স্প্যানিশ লা লিগায় নাটকীয় এক ড্রয়ের মধ্যদিয়ে শেষ হয়েছে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার ম্যাচটি।  ন্যু ক্যাম্পে দশ জনের বার্সেলোনাকে হারাতে পারেনি জিদানের দল। আর এরই মধ্যে রিয়াল শিবিরে বড় দুশ্চিন্তা হয়ে দেখা দিয়েছে দলের এক নম্বর তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর চোট৷ যে চোটের জন্য ম্যাচের দ্বিতীয়ার্ধ ডাগআউটে বসেই কাটাতে হয় সিআর সেভেনকে৷

তবে ম্যাচের শেষে রিয়াল কোচ জিদান অবশ্য সমর্থকদের আশ্বস্ত করেন রোনাল্ডোর চোট নিয়ে৷ এ ব্যাপারে রিয়াল কোচ বলেন, ‘এই মুহূর্তে রোনাল্ডোর অবস্থা ভালো না হলেও আমি নিশ্চিত চোট এমন কিছু গুরুতর নয়৷ কতদিন পর ও মাঠে ফিরবে, তা এখনই বলা সম্ভব নয়৷ মাদ্রিদে ফিরেই ওর চোটের জায়গায় স্ক্যান করানো হবে৷ তার পর বোঝা যাবে আঘাত কতটা গুরুতর৷ আমার মনো হয় না এই চোটের জন্য রোনাল্ডোর চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল খেলা আটকাবে৷’ সমর্থকদের উদ্যেশ্যে এই কথা বললেও, মনে মনে যথেষ্ট সন্দিহান জিদান নিজেও। শেষপর্যন্ত তার দলের এক নম্বর তারকার চোট যে বোরো আকার নিতে পারে, তা বিলক্ষণ জানেন এই বিশ্বসেরা প্রাক্তন প্লেয়ার।

বার্সেলোনার বিরুদ্ধে এল ক্লাসিকোর প্রথমার্ধে রোনাল্ডোর গোলেই সমতায় ফেরে রিয়াল৷ দ্বিতীয়ার্ধের শুরুতেই পিকের সঙ্গে ধাক্কায় গোড়ালিতে চোট পান পর্তুগীজ তারকা৷ চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের আগে কোনো রকম ঝুঁকি না নিয়ে আস্বস্তিতে থাকা রোনাল্ডোকে তুলে নেন জিদান৷ পরিবর্তে মাঠে নামানো হয় মার্কোকে৷ শেষমেশ ম্যাচ ২-২ গোলে অমীমাংসিত থেকে যায়৷ আগামী ২৬ মে কিয়েভে লিভারপুলের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলবে রিয়াল মাদ্রিদ৷

 

Related Posts

Leave a Reply