January 18, 2025     Select Language
৭কাহন Editor Choice Bengali KT Popular

বাসি মাছ টাটকা হচ্ছে নকল চোখের দৌলতে!

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

বাসি মাছকে টাটকা বলে চালানোর কারচুপি সব দেশে সবসময়ই চলে আসছে। বিভিন্ন কায়দায় মাছ বিক্রেতারা বাসি মাছকে ‘টাটকা’ করে তোলার চেষ্টা করে থাকেন। ক্রেতারা ঠকেন। আবার অনেক সময়ে ক্রেতারা ধরেও ফেলেন বিক্রেতার কায়দা কানুন। সম্প্রতি বাসি মাছকে টাটকা বলে চালানোর এমন এক কৌশলের কথা জানা গেছে, যা সত্যিই নজিরবিহীন।

জানা যাচ্ছে, কুয়েতের এক মৎস্য ব্যবসায়ী তার স্টকের বাসি মাছকে টাটকা হিসেবে চালাতে গিয়ে বিচিত্র কৌশল অবলম্বন করে বিপাকে পড়েছেন। বাসি মাছগুলিকে ‘টাটকা’ করতে সেই বিক্রেতা মাছগুলিতে নকল চোখ লাগান। তার পরে সেগুলিকে বাজারে বিক্রির জন্য নিয়ে আসেন। বাজারে বিক্রি হওয়া ‘গুগলি আই’ বা চোঁখের স্টিকার মাছের চোখে লাগিয়ে মাছগুলির ভোল বদলে দিয়েছিলেন সেই মাছ বিক্রেতা।

ক্রেতাদের মধ্যে থেকেই জনৈক ব্যক্তির মাছের চোখ দেখে সন্দেহ হয়। মাছের চোখের ওপর একটু খুলতেই বেরিয়ে আসে স্টিকার। এরপরই পুলিশে খবর দেন ক্রেতারা। পুলিশ এসে মাছ বিক্রেতাকে আটক করে এবং দোকান বন্ধ করে দেয়। এরপরে সেই মাছের চোখের ছবি টুইট করেন ক্রেতাদের মধ্যে থাকা কোনো এক ব্যক্তি। মাছ বিক্রেতার সৃজনীশক্তির নিয়ে শুরু হয় মন্তব্য।

Related Posts

Leave a Reply