বিগবসে রানু মন্ডল !

কলকাতা টাইমসঃ
হোমলেস থেকে হিমেশ রেশমিয়া। রানাঘাট থেকে মুম্বাই। এবার কী সটান স্থান হবে সালমানের বিগ বসে? অন্তত কানাঘুষো তেমনটাই। হিমেশকে টক্কর দিতেই এবার সালমান রানাঘটের এই কিন্নরকন্ঠীকে নিয়ে যেতে চান তার সবচেয়ে সফল সঞ্চালনা করা আসর বিগ বসে। ভাগ্যের চাকা এই অবস্থায় রাণু মণ্ডলকে কোথায় নিয়ে গিয়ে পৌঁছবে তা হয়তো কেউ জানে না।
শোনা যাচ্ছে, বিগবসের নতুন সিজনে নাকি থাকতে পারেন রাণু৷ তবে এখনও এই নিয়ে কোনও মন্তব্য করতে চাননি বিগবস নির্মাতারা। মন্তব্য করেননি রাণু মণ্ডল নিজেও। যদিও, এই খবর কতটা সত্যি তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে।