বাংলাদেশ থেকে পালিয়ে আসা শরণার্থী রুপা গাঙ্গুলী এদেশের সাংসদ !
কলকাতা টাইমসঃ
ক্যাবের বিরুদ্ধে বিক্ষোভ ক্রমশ ভয়াবহ আকার নিচ্ছে পশ্চিমবঙ্গে। বিক্ষোভ ক্রমেই ধ্বংসাত্মক রূপ নিচ্ছে। চতুর্দিকে ভাঙচুর, আগুন। সেই আঁচ আজ এসে পড়েছে হাওড়া স্টেশনেও।অন্যদিকে বিজেপির রাজ্যসভার সাংসদ রূপা গাঙ্গুলীর একটি টুইট হঠাৎই আলোড়ন ফেলেছে রাজনৈতিক মহলে। রুপার বক্তব্য, চল্লিশ বছর আগে বোরখা পরে বাংলাদেশ থেকে তিনি অনুপ্রবেশকারী হিসেবে ভারতে এসেছেন। সাংসদের প্রশ্ন, তার নাগরিকত্ব কি থাকবে?
এই টুইটের পরই প্রশ্ন উঠেছে তিনি যদি এখনো ভারতীয় নাগরিক না হয়ে শরণার্থীই থাকেন, তাহলে কিভাবে সাংসদ হিসেবে মনোনীত হন? বিল পাশ হওয়ার পর রূপার টুইট, ‘আমি তো খান টাইগারের বেগম হয়ে যাচ্ছিলাম। আমাকে অপহরণ করতে এসেছিল তারা। সে রাতে যদি আমি এবং আমার মা বোরকা পরে বাংলাদেশের দিনাজপুর থেকে পালাতে না পারতাম, তবে আজ বিজেপির সাংসদ হতে পারতাম না।’
এই টুইটের পর তাকে কটাক্ষ করতে ছাড়েননি বিরোধীরা। তার দিকে ধেয়ে এসেছে একের পর এক তির্যক মন্তব্য। অন্যদিকে রাজ্যের বিজেপি সভাপতি দিলীপ ঘোষ বলেন, ‘রূপা শরণার্থী হয়ে থাকলে আগামীকালই নাগরিকত্বের আবেদন করে ভারতের নাগরিক হতে পারবেন। এ নিয়ে জল ঘোলা করার কিছু নেই।’