ভেন্টিলেশন থেকে বার হলেন রুশদি

কলকাতা টাইমস :
খুব দ্রুত উন্নতি করছেন সলমন রুশদি। ভেন্টিলেশন থেকে বের করে আনা হয়েছে বুকারজয়ী লেখককে। জানা গেছে, তিনি কথা বলতে পারবেন। তবে শোনা যাচ্ছে, তিনি সুস্থ হয়ে উঠলেও একটি চোখ হারাতে পারেন, নষ্ট হতে পারে লিভারও।
রুশদির এজেন্ট অ্যান্ড্রিউ ইলি জানিয়েছেন, ভেন্টিলেশন সাপোর্ট রুশদির আর দরকার হচ্ছে না।
এদিকে রুশদির উপর হামলাকারী হাদি মাতার নামে ২৪ বছরের যুবক এখন জেলে। তাকে মার্কিন আদালতে তোলা হয়েছিল, সেখানে সে জামিন পায়নি। তবে তার আইনজীবী আদালতে জানিয়েছেন, সে দোষী নয়।
নিউ ইয়র্কে একটি মঞ্চে বক্তৃতা দিতে উঠেছিলেন সলমন রুশদি। তিনি বলতে শুরু করার আগেই মঞ্চে ওঠে এক যুবক। কিছুক্ষণের মধ্যে ঝাঁপিয়ে পড়ে প্রবীণ লেখকের উপর। তাঁর সারা শরীরে ছুরির কোপ মারে ওই যুবক। অন্তত ১০ থেকে ১৫ বার কোপানো হয় রুশদিকে।