বিশ্বের ৬ দেশের পর এবার রাশিয়া: দূতাবাস কর্মীদের ফিরে আসার নির্দেশ
কলকাতা টাইমসঃ
ইতিমধ্যেই ব্রিটেন, লাটভিয়া, নরওয়ে, ইসরায়েল, জাপান, এস্তোনিয়া এবং আমেরিকা এবং মার্কিন নাগরিকদের ইউক্রেন ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। এবার ইউক্রেন থেকে কূটনৈতিক কর্মীদের সরিয়ে নেওয়ার কথা ঘোষণা করলো রাশিয়া। শনিবার এক বিবৃতিতে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র মারিয়া জাখারোভা এই কথা জানান।
বিবৃতিতে বলা হয়, কিয়েভ সরকার বা তৃতীয় দেশগুলোর সম্ভাব্য উসকানির পরিপ্রেক্ষিতে আমরা ইউক্রেনে রাশিয়ান বিদেশি মিশনের কর্মীদের সরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছি। তবে আমাদের দূতাবাস ও কনস্যুলেটগুলো তাদের মৌলিক দায়িত্ব পালন করে যাবে।