January 20, 2025     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

গাজায় ইসরায়েলি হামলার ঘটনায় জাতিসংঘে নিন্দা প্রস্তাব পেশ করলো রাশিয়া এবং চীন 

[kodex_post_like_buttons]

নিউজ ডেস্কঃ

জেরুজালেমে মার্কিন দূতাবাস সরিয়ে নিয়ে যাওয়াকে কেন্দ্র করে অগ্নিগর্ভ পরিস্থিতি গাজায়। প্যালেস্তানীদের বিক্ষোভে ইসরায়েলি সেনার গুলিতে ৬১ জন বিক্ষোভকারীকে হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানালো রাশিয়া ও চীন। গতকাল  জাতিসংঘের কাছে এই নিন্দা প্রস্তাব এনেছে এই দেশ দুটি। এদিকে, ইসরাইলি সেনার এই হত্যাকাণ্ড মানবাধিকারের সর্বোচ্চ সীমা লঙ্ঘন এবং তা যুদ্ধাপরাধ বলে মন্তব্য করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

অন্যদিকে, ইসরায়েলি সৈন্যদের গুলিতে ৬১ জন ফিলিস্তিনি নিহত হওয়ার পর তুরস্ক এই ঘটনাকে হত্যাযজ্ঞ বলে বর্ণনা করেছে। আর মিশর অভিযোগ করেছে, ইসরায়েল প্যালিস্তিনি সাধারণ নাগরিকদের টার্গেট করছে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনার জেইদ বিন রাদ জেইদ আল হুসেইন বলেছেন, যারা এই জঘন্য মানবাধিকার লঙ্ঘনের জন্য দায়ী, তাদের অবশ্যই জবাবদিহি করতে হবে।

 

Related Posts

Leave a Reply