February 24, 2025     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

৬৯ সালের মার্কিন চন্দ্র বিজয় নিয়ে সন্দেহ প্রকাশ করলো রাশিয়া !

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

৯৬৯ সালের ২১ জুলাই মার্কিন নভোচারী নীল আর্মস্ট্রং সত্যিই চাঁদে পা রেখেছিলেন কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করলো রাশিয়া। বিষয়টি এখন তারা খতিয়ে দেখার কথা  ঘোষণা করেছে।

মানুষের চাঁদে পা রাখার ঘটনা ভুয়ো ছিল কিনা পৃথিবীর স্যাটেলাইট চাঁদ পরিদর্শন করলেই নাকি তার উত্তর পাওয়া যাবে। তেমনটাই জানিয়েছেন রুশ মহাকাশ সংস্থা রসকসমসের প্রধান দিমিত্রি রোজোজিন। আসলে মানুষের চাঁদে পদার্পণ নিয়ে জনপ্রিয় প্রশ্নের জবাবে মজা করে রোজোজিন বলেন, মার্কিনিরা বলে তারা সেখানে গিয়েছিল। আমরা সেখানে (চাঁদ) গিয়ে পরীক্ষা করে দেখবো তারা (মার্কিনিরা) গিয়েছিল কিনা।

সম্প্রতি রাশিয়ার লুনার প্রোগ্রামের রোডম্যাপ প্রকাশ করা হয়েছে। সেখানে বলা হয়েছে, ১৪ দিনের ওই মিশনে ২০৩০-র প্রথমদিকে প্রথমবারের মতো চাঁদে পা রাখবেন রুশ মহাকাশচারীরা। চাঁদের কক্ষপথে তৈরি করা একটি রাশিয়ান স্পেস স্টেশন ব্যবহার করে রুশ মহাকাশচারীরা চাঁদে পদার্পণ করবেন বলে ধারণা করা হচ্ছে।

 

Related Posts

Leave a Reply