যুদ্ধরত আজারবাইজান এবং আর্মেনিয়া সীমান্তে সেনা মোতায়েন করলো রাশিয়া
কলকাতা টাইমসঃ
যুদ্ধবিদ্ধস্ত নাগার্নো-কারাবাখ অঞ্চলে সেনা বাহিনী মোতায়েন করলো রাশিয়া। আজারবাইজান এবং আর্মেনিয়ার মধ্যে চলমান যুদ্ধ থামাতে এর আগেও মধ্যস্থতা করেছে রাশিয়া। যুদ্ধবিরতির কথা বলেও ফের নিজেদের মধ্যে সংঘাতে জড়িয়ে পরে এই দুই দেশ।এবার অবাধ্য দুই পড়শীকে আষ্টেপিষ্টে বেঁধে রাখার উদ্যোগ নিলো রাশিয়া। এবার যুদ্ধবিরতি চুক্তিতে আর্মেনিয়া এবং আজারবাইজানের সঙ্গে সই করে রাশিয়া।
চুক্তি অনুযায়ী আজ মধ্যরাত থেকেই সেখানে পূর্ণ যুদ্ধবিরতি কার্যকর করা হবে বলে জানিয়েছে রাশিয়া। রুশ প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর, অত্যাধুনিক অস্ত্রশস্ত্র এবং সামরিক সরঞ্জাম সহ ১৯৬০ জন রাশিয়ান সেনা আজ বিধ্বস্ত নাগার্নো-কারাবাখ এলাকায় মোতায়েন করা হয়েছে। জানা গেছে, দি দেশের মধ্যে শান্তি রক্ষার স্বার্থে প্রয়োজনে সামরিক পদক্ষেপ নিতেও পিছপা হবে না রুশ সেনাবাহিনী। চুক্তি স্বাক্ষরিত হওয়ার আগেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সেনা মোতায়েনের কথা ঘোষণা করেন।