ইউক্রেন সীমান্তে বিপুল পরিমান যুদ্ধবিমান মজুত করেছে রাশিয়া
কলকাতা টাইমসঃ
ইউক্রেনের বক্তব্য- নিজেদের অস্তিত্ব রক্ষায় ন্যাটোতে যোগ দেওয়া ছাড়া তাদের আর কোনও উপায় নেই। রাশিয়া যা কোনোভাবেই হতে দিতে চায় না। দুই দেশের মধ্যে চলতে থাকা যুদ্ধ পরিস্থিতিতে এবার নতুন উপগ্রহ চিত্রে উঠে এলো এক ভয়াবহ তথ্য। সেখানে দেখা যাচ্ছে ইউক্রেন সীমান্তে মজুত করা রয়েছে বিপুল সংখ্যক রুশ যুদ্ধবিমান।
পশ্চিম রাশিয়ায় অবস্থিত রুশ বিমানঘাঁটিগুলোর পাশাপাশি রাশিয়ার দখলে থাকা ক্রিমিয়া এমনকি, প্রতিবেশী রাষ্ট্র বেলারুশেও রুশ বিমানবহরের উপস্থিতি নজরে এসেছে ওই ম্যাক্সারের উপগ্রহচিত্রে। পাঁচটি বিমানঘাঁটি থেকে তোলা উপগ্রহচিত্রে রুশ বিমান বাহিনীর ওই তৎপরতার চিহ্ন মিলেছে। দেখা গিয়েছে, সুখোই-৩০, মিগ-৩৫ যুদ্ধবিমান এবং সামরিক হেলিকপ্টারের পাশাপাশি নানা সামরিক সরঞ্জামও মজুত করা হচ্ছে সেখানে। প্রসঙ্গত, রাশিয়া সীমান্তে সাঁজোয়া গাড়ি, কামান, যুদ্ধজাহাজ মোতায়েন শুরু করেছিল আগেই।