কার্যত ইউক্রেনকে ঘিরে ফেলেছে রাশিয়া
কলকাতা টাইমসঃ
এক ডজনেরও বেশি দেশ তাদের নাগরিকদের ইউক্রেন ছাড়ার নির্দেশ দিয়েছে। এর মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, অস্ট্রেলিয়া, ইতালি, ইসরায়েল, নেদারল্যান্ডস, জাপানও রয়েছে। জানা যাচ্ছে, ইউক্রেন সীমান্তে ইতিমধ্যেই লক্ষাধিক সেনা মোতায়েন করেছে রাশিয়া। যদিও রাশিয়ার দাবি তাদের ইউক্রেন আক্রমণ করার কোনো ইচ্ছা নেই।
সূত্রের খবর নিজেদের সীমান্ত সংলগ্ন ইউক্রেনের তিন দিকেই দিনে দিনে শক্তি বাড়িয়েছে রাশিয়া। কার্যত প্রতিবেশী দেশকে ঘিরে ফেলার চেষ্টা করছে রাশিয়া। এমন পরিস্থিতিতে শনিবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এক ঘণ্টা নিজেদের মধ্যে ফোনে কথা বলেন। তবে যুদ্ধ এড়ানোর লক্ষ্যে মরিয়া কূটনৈতিক চেষ্টাও চালানো হচ্ছে বলে জানা যাচ্ছে।