September 24, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

জাতিসঙ্ঘের নিষেধাজ্ঞা অগ্রাহ্য করে উত্তর কোরিয়ার শ্রমিকদের দেদার কাজ দিচ্ছে রাশিয়া!

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

উত্তর কোরিয়ার বিরুদ্ধে আরোপ করা জাতিসংঘের নিষেধাজ্ঞা লঙ্ঘন করছে রাশিয়া-এমন অভিযোগ করেছে মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল।

পত্রিকাটি এক প্রতিবেদনে বলেছে, উত্তর কোরিয়ার হাজার হাজার শ্রমিককে কাজ করার সুযোগ করে দিয়েছে রাশিয়া। যার মাধ্যমে জাতিসংঘের নিষেধাজ্ঞা লঙ্ঘন করেছে মস্কো। পত্রিকাটি দাবি করেছে, গত সেপ্টেম্বর থেকে এখান পর্যন্ত ১০ হাজারেরও বেশি উত্তর কোরীয় শ্রমিককে নিয়োগ করেছে রুশ সরকার। এছাড়া রুশ শ্রম মন্ত্রণালয় চলতি বছরে উত্তর কোরিয়ার শ্রমিকদের জন্য অন্তত ৭০০ ওয়ার্ক পারমিট ইস্যু করেছে। ওয়াল স্ট্রিট জার্নাল বলছে, জাতিসংঘ এই নিষেধাজ্ঞা লঙ্ঘনের ঘটনা তদন্ত করে দেখছেন।

মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানাচ্ছে, উত্তর কোরিয়ার শ্রমিকরা রাশিয়া থেকে বছরে ১৫ হতে ৩০ কোটি ডলার দেশে পাঠিয়ে থাকে। উত্তর কোরিয়ার ওপর আন্তর্জাতিক যে নিষেধাজ্ঞা রয়েছে তাতে সেদেশের শ্রমিক রফতানির ওপরও বিধিনিষেধ আরোপ করা হয়।

 

Related Posts

Leave a Reply