তালেবান রুখতে এবার সেনা মহড়ার পথে রাশিয়া
কলকাতা টাইমসঃ
ইতিমধ্যেই আফগানিস্তানে বিস্তীর্ন এলাকার দখল নিয়েছে তালেবান। এই পরিস্থিতিতে এবার সিঁদুরে মেঘ দেখছে রাশিয়া। কারণ, বহু আফগান সৈনিক বর্তমান পরিস্থিতিতে উজবেকিস্তান এবং তাজিকিস্তানে আশ্রয় নিয়েছে। নিজেদের সুরক্ষার কারণেই এবার আগামী ৫ আগস্ট থেকে পাঁচদিনের জন্য আফগান সীমান্তে একযোগে মহড়া চালাবে রাশিয়া, উজবেকিস্তান এবং তাজিকিস্তান।
রুশ সেনাবাহিনীর সেন্ট্রাল মিলিটারি ডিস্ট্রিক্ট কমান্ডার আলেকজান্ডার লাপিন জানান, হঠাৎ সশস্ত্র হামলা চালালে কীভাবে পরিস্থিতির মোকাবিলা করা হবে সেই কৌশল ঝালিয়ে নিতেই এই মহড়া। জানা যাচ্ছে, তাজিকিস্তান ও উজবেকিস্তান লাগোয়া বেশ কিছু সীমান্ত বর্তমানে তালেবানদের দখলে। এই দুই দেশের সঙ্গে কোনো কারণে তালেবানদের সঙ্গে যুদ্ধ বাধলে বিপাকে পড়বে রাশিয়া।