চীন, পাকিস্তান এবং ইরানকে নিয়ে ভয়ংকর সামরিক মহড়ার প্রস্তুতি রাশিয়ার
কলকাতা টাইমসঃ
আগামী ২১ সেপ্টেম্বর থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত এক বিরল সামরিক মহড়ার আয়োজন করলো বিশ্বের অন্যতম দ্বিতীয় শক্তিধর দেশ রাশিয়া। মূলত আমেরিকাকে বার্তা দিতেই চীন এবং পাকিস্তান এবং ইরানকে সামিল করা হয়েছে এই মহড়ায়। প্রধানত ইরান, চীন, পাকিস্তান, বেলারুশ, আর্মেনিয়া ও মিয়ানমারকে মহড়ায় অংশ নিতে আমন্ত্রণ জানানো হয়েছে।
এছাড়া আজারবাইজান, কাজাখস্তান ও তাজিকিস্তানসহ আরও ৬ টি দেশের প্রতিনিধিরা এই বিরল মহড়ায় পর্যবেক্ষক হিসেবে উপস্থিত থাকবে বলে জানা যাচ্ছে। রাশিয়ার নেতৃত্বে এই যৌথ মহড়ায় অংশ নেবে প্রায় ৮০ হাজার সেনা। এর আগে এতো বিপুল সংখ্যক সেনা সম্বলিত কোনো যৌথ মহড়া অনুষ্ঠিত হয়েছে কিনা মনে করতে পারছেন না বিশেষজ্ঞরা। রাশিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলের নিরাপত্তা সুনিশ্চিত করাই এই মহড়ার আসল উদ্যেশ্য বলে মনে করছেন বিশেষজ্ঞরা।