সীমান্তে বাড়লো সেনা: গোপনে যুদ্ধের প্রস্তুতি রাশিয়ার
কলকাতা টাইমসঃ
ইউক্রেন সীমান্তে রাশিয়া মোতায়েন করেছিলো ১লাখ ৩০ হাজার সেনা। রাশিয়া দাবি করেছে তারা বাহিনী সরিয়ে নিচ্ছে। কিন্তু বিভিন্ন দেশের গোয়েন্দা সূত্রের খবর, কমানোর বদলে সীমান্তে আরও সেনা বাড়াচ্ছে রাশিয়া। জানা যাচ্ছে ইউক্রেন সীমান্তে বিগত কয়েকদিনে আরও ৪০ হাজার সেনা মোতায়েন করেছে রাশিয়া।
এবিষয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এক টেলিভিশন সাক্ষাৎকারে বলেন, রাশিয়ার কথা ও কাজের মধ্যে কোনো মিল নেই। এমন পরিস্থিতিতে বিশ্বের ৩০ টি দেশের সামরিক জোট ন্যাটোও তাদের তৎপরতা আরও বাড়াচ্ছে বলে খবর পাওয়া যাচ্ছে।