November 24, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

সিরিয়ায় ভয়াবহ হাল চালালো রাশিয়া!

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

সিরিয়ার দক্ষিণাঞ্চলে বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় রবিবার রাতে ভয়ানক বিমান হামলা চালালো রাশিয়া। প্রায় এক বছর আগে অস্ত্রবিরতির পর এই প্রথমবার এই ধরণের হামলা চালালো রাশিয়া। প্রসঙ্গত, সিরিয়াতে সাত বছর ধরে গৃহযুদ্ধ চলছে। বিদেশী শক্তিগুলোও এই যুদ্ধে জড়িয়ে পড়েছে।

এই ব্যাপারে ব্রিটেন ভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, গত রাতে বাশারের বন্ধু দেশ রাশিয়া বিদ্রোহী নিয়ন্ত্রিত শহরগুলোতে ব্যাপক বিমান হামলা চারিয়েছে। ২০১৭ সালের মে মাসের পর এই প্রথমবার রাশিয়া এমন হামলা চালাল। মানবাধিকার সংগঠনটি জানায়, রাশিয়া বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় অন্তত ২৫টি বিমান হামলা চালিয়েছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

উল্লেখ্য, রাজধানী দামেস্কের নিরাপত্তা নিশ্চিত করার পর সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ এবার দক্ষিণাঞ্চলীয় প্রদেশ দারা ও স্বইদা বিদ্রোহীদের কবল থেকে নিজের নিয়ন্ত্রণে নিতে চাইছেন। কয়েক সপ্তাহ ধরে তিনি ওই অঞ্চলে সৈন্য সমাবেশ বাড়াচ্ছেন, বিদ্রোহীদের প্রতি আত্মসমর্পণের আহ্বান জানাচ্ছেন এবং সাম্প্রতি বোমা হামলা আরও জোরদার করেছেন।


Related Posts

Leave a Reply