চূড়ান্ত অনুমোদনের আগেই ১০০ কোটি করোনা ভ্যাকসিনের অর্ডার পেলো রাশিয়া
কলকাতা টাইমসঃ
চূড়ান্ত অনুমোদনের আগেই ১০০ কোটি করোনা ভ্যাকসিনের অর্ডার পেলো রাশিয়া। জানা যাচ্ছে, এরই মধ্যে ২০ টি বিভিন্ন দেশ থেকে প্রায় ১০০ কোটি ভ্যাকসিনের বরাত দেওয়া হয়েছে বিশ্বের অন্যতম উন্নত এই দেশটিকে। রাশিয়ার ডাইরেক্ট ইনভেসমেন্ট ফান্ডের ডিরেক্টর ক্যারিল দিমিত্রিভ এক সাংবাদিক সম্মেলনে জানান, ইতিমধ্যেই ২০ টি দেশ থেকে তাদের কভিড-১৯ ভ্যাকসিনের এক বিলিয়ন ডোজ সরবরাহের বরাত পেয়েছে।
তিনি বলেন, গামালিয়া ইনস্টিটিউটের তৈরী ভ্যাকসিন নিয়ে বিশ্বের বিভিন্ন দেশ আগ্রহ দেখাচ্ছে। প্রাথমিকভাবে আমরা ভ্যাকসিন উৎপাদনের জন্য ৫টি দেশের সঙ্গে চুক্তিবদ্ধ হচ্ছি যারা প্রত্যেকে দ্রুত ৫০০ মিলিয়ন করে ভ্যাকসিন উৎপাদন করতে পারবে। একই সঙ্গে আমরা নিজেদের উৎপাদন বাড়ানোর প্রতিও জোর দিচ্ছি। জানা যাচ্ছে, মূলত ল্যাটিন আমেরিকা, মধ্যপ্রাচ্য এবং এশিয়ার দেশ এই ভ্যাকসিন পাওয়ার প্রতি আগ্রহ দেখিয়েছে।