বিশ্বকাপ আয়োজনে রেকর্ড পরিমান অর্থ খরচ করলো রাশিয়ার !
[kodex_post_like_buttons]
কলকাতা টাইমসঃ
রাশিয়া বিশ্বকাপের ফাইনাল পর্যন্ত যে খরচ হতে চলেছে, সেটি আগের সব আসরকে ছাড়িয়ে যেতে পারে। রাশিয়া এই বিশাল আয়োজনের অস্থায়ী পরিকাঠামো নির্মাণের জন্য ৫৮ লক্ষ পাউন্ড, স্টেডিয়াম ও প্রশিক্ষণ ব্যবস্থার জন্য আরও ৪০ লাখ পাউন্ড অতিরিক্ত বরাদ্দ করেছে। এদিকে, রুশ ফেডারেল সরকার ইতিমধ্যে ৮৯০ কোটি পাউন্ড খরচ করে ফেলেছে। রাশিয়ার চতুর্থ বড় শহর ইয়েকাতেরিনবার্গ থেকে শুরু করে কালিনিনগ্রাদ পর্যন্ত ১১ টি শহরে খেলার এই মহা আয়োজন চলছে।
২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপের তুলনায় রাশিয়ার আসরের খরচ কিছুটা বেশি। আঞ্চলিক প্রশাসনিক খরচ মিলিয়ে রুশ বিশ্বকাপের মূল খরচ পড়বে ১০ হাজার ৭০ কোটি ডলার।বিশ্বকাপ উপলক্ষে ৬টি নতুন স্টেডিয়াম তৈরি করেছে রাশিয়া। আরও ৬টি স্টেডিয়ামকে সংস্কার করা হয়েছে। এছাড়া প্রাদেশিক খরচের মধ্যে রয়েছে- সড়ক সংস্কার, অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা।