ডলার নির্ভর বিশ্বের বদল চায় রাশিয়া
কলকাতা টাইমসঃ
ডলার নির্ভর বিশ্বের বদল চায় রাশিয়া। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেন, মস্কো এবং বেইজিংয়ের তরফ থেকেই প্রথম উদ্যোগ নেওয়া উচিত ডলার নিয়ন্ত্রিত বাজার থেকে সরে আসা। তার মতে বিশেষত মার্কিন নিষেধাজ্ঞা এড়ানোর জন্য চীন ও রাশিয়াকে ডলার নির্ভরতা বন্ধ করতে হবে। ডলারের পরিবর্তে জাতীয় মুদ্রা ও আন্তর্জাতিক বিকল্প মুদ্রা ব্যবহার করার আহবান জানান তিনি
সোমবার চীনের এক সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এই বক্তব্য পেশ করেন রুশ পররাষ্ট্রমন্ত্রী। তার মতে, আমেরিকা অনেকদিন ধরেই ঐতিহ্যবাহী কূটনৈতিক ধারা থেকে সরে এসে বিভিন্ন দেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের অস্ত্র ব্যবহার করছে। মার্কিন নিষেধাজ্ঞার বিরুদ্ধে বৃহত্তর পরিসরে বিভিন্ন দেশকে নিয়ে জোট গঠন করার পক্ষেও সাওয়াল করে মস্কো।