সালাহদের বিরুদ্ধে ৩-১ গোলে জয় পেলো রাশিয়া
কলকাতা টাইমসঃ
এবারের বিশ্বকাপে নিজেদের জয়ের ধারা অব্যাহত রাখলো রাশিয়া। প্রথম ম্যাচে সৌদি আরবকে ৫-০ ব্যবধানে রীতিমত উড়িয়ে দিয়েছিল তারা। দ্বিতীয় ম্যাচে মোহম্মদ সালাহর মিশরকেও হারিয়ে দিলো পুতিনের রাশিয়া। এদিন ৩-১ ব্যবধানে জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে রাশিয়া।
প্রথমার্ধ্ব গোল শূন্য থাকলেও দ্বিতীয়ার্ধের শুরুতেই আত্মঘাতী গোলে এগিয়ে যায় রাশিয়া। ৪৭ মিনিটে আলেক্সান্দর গোলোভিনের বাউন্সি শট সরিয়ে দিতে গিয়ে নিজেদের জালেই বল ঠেলে দেন মিশরের আহমেদ ফাতি। ১-০ গোলে এগিয়ে যায় রাশিয়া। পরে ৫৯ মিনিটে দেনিস চেরিশভের গোলে ২-০ লিড পায় তারা। বিশ্বকাপে এটি তার তৃতীয় গোল। ফলে ক্রিস্টিয়ানো রোনাল্ডোর সঙ্গে সর্বোচ্চ ৩ গোল করে তালিকায় শীর্ষে উঠে গেলেন তিনি। তিন মিনিট পরে আর্তেম জিউবার গোলে ৩-০ গোলে এগিয়ে যায় রাশিয়া।
এরপর সালাহ’র পেনাল্টি থেকে রাশিয়ার সঙ্গে ব্যবধান কমায় মিশর। ৭৩ মিনিটে ভিডিও অ্যাসিটেন্ট রেফারি (ভিএআর) প্রযুক্তি থেকে পাওয়া পেনাল্টি থেকে বিশ্বকাপে নিজের প্রথম গোল করতে কোনো ভুল করেননি এই লিভারপুল তারকা।