রাশিয়ার এই বোমা আমেরিকার চেয়ে কত শক্তিশালী জানলে কেঁপে উঠবেন
গত শুক্রবার প্রথম পরীক্ষামূলকভাবে মোয়্যাবকে পাকিস্তানের সীমান্তবর্তী আফগান প্রদেশ নাঙ্গাহারে ফেলা হয়েছে। এতে উগ্রবাদী গোষ্ঠী আইএসের ৩৬ সদস্য নিহত হয়েছে বলে দাবি করেছে আমেরিকা। লম্বায় ৩০ ফুটেরও বেশি বোমাটি মার্কিন বিমান বাহিনীর স্পেশাল অপারেশন্স কমান্ড পরিচালিত এমসি-১৩০ বিমান থেকে ফেলা হয়।
রাশিয়ার শক্তিশালী বোমা এখনো কোনো যুদ্ধে ব্যবহার করা হয়নি। তবে সাড়ে পনর হাজার পাউন্ডের এ বোমার ৪৪ টন টিএনটি’র সমতুল্য বিস্ফোরণ ক্ষমতা রয়েছে। বিস্ফোরণ ক্ষমতার দিক থেকে রুশ বোমা ‘মোয়্যবের’ চারগুণ বলে জানানো হয়েছে। মোয়্যাবের বিস্ফোরণ ক্ষমতা ১১ টন টিএনটির সমান।
২০০৭ সালে বোমাটির পরীক্ষামূলক বিস্ফোরণ ঘটিয়েছিল রাশিয়া। তাতে মোয়্যাবের চেয়ে দ্বিগুণ তাপমাত্রার সৃষ্টি হয়েছিল। রুশ দেয়া হিসাবের ভিত্তিতে একে বিশ্বের সবচেয়ে শক্তিশালী অপারমাণবিক বোমা হিসেবে গণ্য করা হচ্ছে।