আমেরিকান যুদ্ধবিমানকে ধাওয়া করলো রুশ ফাইটার জেট
নিউজ ডেস্কঃ ক্রমশই উত্তপ্ত হয়ে উঠছে যুক্তরাষ্ট্র-রাশিয়ার সম্পর্ক। আর তারই জের ধরে আবারও মাঝ আকাশে কাছাকাছি চলে এলো এই দুই দেশের যুদ্ধবিমান। সোমবার কৃষ্ণ সাগরের উপর এই ঘটনা ঘটে। এ ব্যাপারে মার্কিন নেভি জানিয়েছে, তাদের যুদ্ধবিমান তাড়া করেছে রুশ ফাইটার জেট। ২ ঘণ্টা ধরে এক বিমান অপরটিকে তাড়া করেছে বলে অভিযোগ করা হয়েছে।
জানা গেছে, ইন্টারন্যাশনাল এয়ারস্পেসে এক অভিযানে অংশ নিয়েছিল মার্কিন ইপি-৩ এরিজ স্পাই প্লেন। তাকে তাড়া করে রাশিয়ার সু-২৭ যুদ্ধবিমান। ২ ঘণ্টা ৪০ মিনিট ধরে সেটি মার্কিন বিমানটিকে তাড়া করে বলে এক বিবৃতিতে জানিয়েছে পেন্টাগন। মাত্র পাঁচ ফুট বা দেড়মিটারের দূরত্ব ছিল দুটি বিমানের মধ্যে। একেবারে ইপি-৩ বিমানের পথেই চলে আসে রাশিয়ান বিমানটি।
উল্লেখ্য, সাম্প্রতিককালে এই ধরনের ঘটনা একাধিকবার ঘটেছে কৃষ্ণ সাগরের উপরে। এর আগে গত বছরের শেষের দিকে সিরিয়ার আকাশে দুটি রুশ যুদ্ধবিমানকে রুখে দেয় মার্কিন জেট। বড়সড় দুর্ঘটনা থেকে বাঁচাতেই কোনোক্রমে ওই এলাকা থেকে সরানো হয় রাশিয়ার দুটি যুদ্ধবিমানকে।