November 22, 2024     Select Language
৭কাহন Editor Choice Bengali KT Popular খেলা

রাশিয়ায় পুলিশি ঘেরাটোপে ইরানিয়ান মেসি !

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

মেসিকে গ্রেফতার করেছে পুলিশ। আর্জেন্টিনা ভক্তদের চমকে উঠার মতো খবর। তবে আপাতত চিন্তার কিছু নেই। কারণ এই মেসি আর্জেন্টিনার মেসি নন। তিনি হলেন ইরানের রেজা পারাসতেশ। মেসির লুক এ লাইক। গত কয়েক মাসের মধ্যে রেজা পারাসতেশ ইরানে রীতিমতো মহাতারকা হয়ে উঠেছেন।

এবারই প্রথম নয়। এর আগেও ইরানের এই মেসিকে গ্রেফতার করেছিল পুলিশ। তার গাড়িও বাজেয়াপ্ত করা হয়েছিল। কারণ, হামাদান শহরে রাস্তার মাঝে তাকে নিয়ে ভক্তরা এমন হই চই করতে থাকেন যে শহরের প্রধান রাস্তাটাই বন্ধ হয়ে যায়। সবাই তার সাথে সেলফি তুলতে চান। লিওনেল মেসির সাথে তার চেহারার প্রচুর মিল। বিশ্বকাপের সময়তো আরও জনপ্রিয় হয়ে উঠেছেন রেজা। মেসির লুক এ লাইক হওয়ায় হয়রানিও কম হয়নি।

মেসির আদলের কারণে রাশিয়াতেও তার প্রচুর ফলোয়ার। বর্তমানে তিনি রাশিয়ায় বিশ্বকাপের আসরে। ওখানে সামনে পেছনে পুলিশের সাথে হেঁটে যেতেও দেখা যাচ্ছে তাকে। চলমান বিশ্বকাপে রাশিয়ায় হঠাৎ খবর, মাঝ রাস্তা থেকে রাশিয়ার পুলিশ মেসির মতো দেখতে রেজাকে গ্রেফতার করেছে। রেজা এখন মস্কোতে। তার দেশ খেলছে। কিন্তু তাকে নিয়ে আরও বেশি আগ্রহ দেখাচ্ছে আর্জেন্টাইন সমর্থকরা। মস্কোতে তাকে পুলিশি জিজ্ঞাসাবাদের মুখেও পড়তে হয়েছে বলে জানা যায়।

কিন্তু নিজের ইনস্টাগ্রামে সব পরিষ্কার করেছেন ইরানিয়ান মেসি, ইরানে গুজবটা ছড়িয়ে পড়েছে যে মস্কোতে জনগণের ভোগান্তির কারণ হওয়ায় আমাকে গ্রেফতার করা হয়েছে। এটা সত্যি না। আসলে বিশ্বের নানা প্রান্ত থেকে আসা ফ্যানরা আমার সাথে সেলফি তুলতে থাকেন। তাতে ট্র্যাফিক জ্যাম হয়ে যায়। এটা দেখে মস্কো পুলিশ আমাকে খুব বিনীতভাবেই এসকর্ট করে ক্রেমলিন ওয়ালের দিকে নিয়ে যান। আমাদের মধ্যে চমৎকার আলাপ হয়। তারাও আমার সাথে সেলফি তুলেছেন এবং অটোগ্রাফ নিয়েছেন।

 

Related Posts

Leave a Reply