রাশিয়ার লক্ষ্য “সোভিয়েত ইউনিয়ন” !
কলকাতা টাইমসঃ
ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রীর ধারণা আবারও সোভিয়েত ইউনিয়নকে ফিরে পেতে চাইছে রাশিয়া। অলেক্সি রেজনিকভ নামের ওই মন্ত্রী ভ্লাদিমির পুতিনের উদ্যেশ্যে এই বার্তা দিয়েছেন। কিয়েভে সশস্ত্র বাহিনীগুলোর কাছে পাঠানো একটি বিবৃতে তিনি লিখেছেন, ইউক্রেনের দুটি অঞ্চলকে স্বীকৃতি দেওয়ার মস্কোর সিদ্ধান্ত প্রমাণ করছে, তারা সোভিয়েত ইউনিয়নকে পুনরুজ্জীবিত করার দিকে আরেক ধাপ এগোলো।
”সোভিয়েত ইউনিয়ন পুনরুজ্জীবিত করার জন্য আরেকটি পদক্ষেপ নিলো ক্রেমলিন। এবার নতুন ওয়ারশ প্যাক্ট, নতুন বার্লিন ওয়াল। একমাত্র পার্থক্য হলো, ইউক্রেন আর ইউক্রেনের সেনাবাহিনী।” ”আমাদের সামনে একটাই পথ, নিজের দেশকে রক্ষা করা, নিজেদের স্বজনদের রক্ষা করা।” তিনি লিখেছেন। প্রসঙ্গত, ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙ্গে গিয়েছিল।