অস্ত্র ভাণ্ডারে টান পড়ছে রাশিয়ার!
কলকাতা টাইমসঃ
অস্ত্র ভাণ্ডারে টান পড়ছে রাশিয়ার! এমনটাই সন্দেহ প্রকাশ করলো ব্রিটেনের গোয়েন্দা দফতর। তাদের দাবি, এমনটা যে ঘটতে পারে তা কল্পনাও করতে পারেননি ভ্লাদিমির পুতিন। সেদেশের প্রধান গোয়েন্দা সংস্থা গভর্মেন্ট কমিউনিকেশনস হেডকোয়ার্টার্স এর প্রধান জেরেমি ফ্লেমিং বলেন, যুদ্ধ নিয়ে পুতিনের ধারণা যে কতটা ভুল ছিলো তা এখন হাড়ে হাড়ে বুঝতে পারছেন রাশিয়ার জনগণ।
একই সঙ্গে ব্রিটিশ এই গোয়েন্দাপ্রধান বলেন, রাশিয়ার জনগণ এবং তাদের সমরাস্ত্রের মূল্য বিস্ময়কর। আমরা জানি এবং একই সঙ্গে যুদ্ধের ময়দানে থাকা রাশিয়ান কমান্ডাররা জানেন– অস্ত্র ও গোলাবারুদ সরবরাহে ঘাটতি পড়ছে। ইউক্রেনীয় সেনাদের বীরত্ব যুদ্ধের স্রোত পরিবর্তন করে দিচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।