January 19, 2025     Select Language
Editor Choice Bengali KT Popular খেলা

আত্মঘাতী গোলের রেকর্ড গড়লো রাশিয়া বিশ্বকাপ!

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

চমক আর অঘটন যেন নিত্যসঙ্গী ছিল রাশিয়া বিশ্বকাপের। তবে সবকিছুকে ছাপিয়ে গেছে এমন এক রেকর্ড যেখানে কেউই নাম লেখাতে চায় না। আর তা হল- আত্মঘাতী গোলের রেকর্ড।

রবিবার রাতে সেই তালিকায় যোগ হলেন ক্রোয়েশিয়ার মারিও মানজুকিচ। গতকাল রাতে ফ্রান্সের বিরুদ্ধে ফাইনাল ম্যাচের শুরুতেই আত্মঘাতী গোল করেন তিনি। এই নিয়ে রাশিয়া বিশ্বকাপে ১২তম আত্মঘাতী গোল হল। এর আগে ১৯৯৮ বিশ্বকাপে সর্বোচ্চ ৬টি আত্মঘাতী গোল হয়েছিল। রাশিয়া বিশ্বকাপ উপহার দিলো তার দ্বিগুণ।

রাশিয়া বিশ্বকাপে যে ১২টি আত্মঘাতী গোল হয়েছে

১. ইয়ান সোমার – সুইজারল্যান্ড (কোস্টারিকার বিপক্ষে)
২. আজিজ বেহিচ – অস্ট্রেলিয়া (ফ্রান্সের বিপক্ষে)
৩. আহমেদ ফাথি – মিশর (রাশিয়ার বিপক্ষে)
৪. এডসন আলভারেজ – মেক্সিকো (সুইডেনের বিপক্ষে)
৫. আজিজ বুহাদ্দুজ – মরক্কো (ইরানের বিপক্ষে)
৬. ওঘেনেকারো ইতেবো – নাইজেরিয়া (ক্রোয়েশিয়ার বিপক্ষে)
৭. থিয়াগো সিয়োনেক – পোল্যান্ড (সেনেগালের বিপক্ষে)
৮. ডেনিশ চেরিশেভ – রাশিয়া (উরুগুয়ের বিপক্ষে)
৯. সার্জেই ইগ্নাশেভিচ – রাশিয়া (স্পেনের বিপক্ষে)
১০. ইয়াসিন মেরিয়াহ – তিউনিশিয়া (পানামার বিপক্ষে)
১১. ফার্নান্দিনহো – ব্রাজিল (বেলজিয়ামের বিপক্ষে)
১২. মারিও মানজুকিচ – ক্রোয়েশিয়া (ফ্রান্সের বিপক্ষে, ফাইনালে)

 

Related Posts

Leave a Reply