করোনায় আর এক নক্ষত্র পতন, প্রয়াত কিংবদন্তি এসপি বালাসুব্রহ্মণ্যম
কলকাতা টাইমস :
করোনা কেড়ে নিল আর এক কিংবদন্তিকে। প্রয়াত এসপি বালাসুব্রহ্মণ্যম। দীর্ঘদিন ধরে অসুস্থ অবস্থায় হাসপাতালে ছিলেন এই বর্ষীয়ান তথা কিংবদন্তি সঙ্গীত শিল্পী। করোনায় আক্রান্ত হওয়ার কথা সোশ্যাল মিডিয়াতে নিজেই জানিয়েছিলেন ৫ অগাস্ট। কিন্তু শুক্রবার দুপুর ১টা ৪ মিনিটে তিনি মারা যান চেন্নাইয়ের এক বেসরকারি হাসপাতালে।
প্রথমে অল্প ঠাণ্ডা লেগেছিল তাঁর, গলা বসেছিল, গায়ে ছিল জ্বর জ্বর ভাব। এরকম অনেক সময়ই হয়ে থাকে তাঁর। তবে করোনা পরিস্থিতিতে বিষয়টাকে অবহেলা করতে চাননি বালাসুব্রহ্মণ্যম। তাই পরীক্ষা করান এবং রিপোর্ট পজিটিভ আসে।
বালাসুব্রহ্মণ্যমকে প্রথমে তাঁর চিকিৎসক বাড়িতেই কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দিয়েছিলেন। তবে বাড়ির লোকের কথা ভেবে হাসপাতালেই থাকার সিদ্ধান্ত নেন গায়ক। করোনায় আক্রান্ত হয়েও তাঁর মনোবল এতটুকু কমেনি। তাঁর প্রমাণ, হাসপাতালে ভর্তি হয়ে নিজের ভক্তদের প্রতি বার্তা দিয়ে তিনি বলেছিলেন, চাইলেই আমায় ফোন করতে পারেন। আমি ভালো আছি। খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠব।কিন্তু সুস্থ্য আর হলেন না তিনি।