November 22, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular খেলা

আত্মহত্যা শচীনের নিরাপত্তারক্ষীর

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস : 

ভারতরত্ন শচীন টেণ্ডুলকরের নিরাপত্তারক্ষীর আত্মহত্যার ঘটনা এখন খবরে৷ যদিও ঘটনার সময় ওই নিরাপত্তারক্ষী ছুটিতে নিজের বাড়িতেই ছিলেন৷ সেখানেই সার্ভিস রিভলভার থেকে গুলি চালিয়ে আত্মহত্যা করলেন শচীনের নিরাপত্তারক্ষী৷ এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে৷ ভিভিআইপি হিসেবে শচীনের নিরাপত্তার দায়িত্বে রয়েছে এসআরপিএফ জওয়ানদের একটি দল৷ সেই দলেরই সদস্য ছিলেন ওই জওয়ান৷ পুলিশ সূত্রে জানা যাচ্ছে, মৃত ওই জওয়ানের নাম প্রকাশ কাপড়ে (৩৯)৷ তিনি মহারাষ্ট্রের জামনের শহরের বাসিন্দা৷ সম্প্রতি ছুটিতে বাড়ি গিয়েছিলেন ওই জওয়ান৷ সেখানেই ঘাড়ে বন্দুক ঠেকিয়ে গুলি চালিয়ে আত্মহত্যা করেন তিনি৷

জানা গিয়েছে, নিজের বৃদ্ধ বাবা মায়ের পাশাপাশি ওই জওয়ানের বাড়িতে রয়েছেন তাঁর স্ত্রী ও দুই নাবালক পুত্র৷ পুলিশের তরফে জানানো হয়েছে, রাত্রি ১টা ৩০ নাগাদ তিনি আত্মহত্যা করেন৷ তবে হঠাৎ তার এই  আত্মহত্যার পেছনের কারণ খুঁজে পায়নি পুলিশ৷  প্রাথমিক তদন্তে জামনের থানার পুলিশ আধিকারিক কিরণ শিন্ডে বলেন, ‘সম্পূর্ণ ব্যক্তিগত কারণে আত্মহত্যা করে থাকতে পারেন প্রকাশ৷ আমরা গোটা ঘটনার তদন্ত করছি৷ ওনার পরিবারের সদস্যদের পাশাপাশি সহকর্মীদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে৷’ এই ঘটনায় পুলিশের পাশাপাশি আলাদাভাবে তদন্ত শুরু করেছে এসআরপিএফ৷

Related Posts

Leave a Reply