আইসিসির বিরল সন্মান সচিন তেন্ডুলকারকে
কলকাতা টাইমসঃ
আইসিসির দেওয়া ‘হল অফ ফেম’-এ জায়গা করে নিলেন সচিন তেন্ডুলকার। একই সঙ্গে এই বিরল সম্মানে ভূষিত হলেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ফাস্ট বোলার অ্যালান ডোনাল্ড এবং দু’বার বিশ্বকাপ জিতে নেওয়া অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটার ক্যাথরিন ফ্রিৎপ্যাট্রিকক।
আইসিসি এক টুইট বার্তায় জানায়, ‘টেস্ট এবং একদিনের ক্রিকেটে সর্বোচ্চ রানের মালিক। সঙ্গে ১০০ সেঞ্চুরির মালিককে ‘কিংবদন্তি’ বললেও কম বলা হয়। শচীন এখন থেকে আইসিসির ‘হল অফ ফেম’ এর তালিকাভুক্ত।’ শচীনের আগে মোট ৫ জন ভারতীয় ক্রিকেটার এই সন্মান পেয়েছেন। তারা হলেন বিষেন সিং বেদি, সুনীল গাভাসকার এবং কপিল দেব (২০০৯), অনিল কুম্বলে (২০১৫), রাহুল দ্রাবিড় (২০১৮)।