January 19, 2025     Select Language
Editor Choice Bengali KT Popular খেলা

আজ থেকেই সচিনের রেকর্ড ব্রেক শুরু বিরাট কোহলির !

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

জ থেকেই সচিনের রেকর্ড ভেঙ্গে নতুন অধ্যায়ের সূচনা করলেন বিরাট কোহলি। মঞ্চ হিসেবে বেছে নিলেন বিশ্বকাপ। প্রতিপক্ষ পাকিস্তান। এদিন অতুলনীয় ৭৭ রানের একটি ইনিংস খেলেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। আর তার সঙ্গে সঙ্গেই ১১ হাজার রানের ক্লাবে প্রবেশ করেন অন্যতম সেরা এই ব্যাটসম্যান।

একই সঙ্গে শচীনকে টপকে দ্রুততম ১১ হাজার রানের মালিক এখন বিরাট। ১১ হাজার রানের জন্য শচীনকে খেলতে হয়েছিলো ২৭৬ ইনিংস, আর বিরাট কোহলিকে খেলতে হয়েছে মাত্র ২২২ টি ইনিংস। এর পরের তিনজন হলেন রিকি পন্টিং (২৮৬ টি ম্যাচ), সৌরভ গাঙ্গুলি (২৮৮ টি) ও জ্যাক ক্যালিস (২৯৩টি)। আবার কোনো ভারতীয়ই হয়তো রয়েছেন এই রেকর্ড ভাঙ্গার অপেক্ষায়।

Related Posts

Leave a Reply