সাদ্দাম হোসেনের ইরাক, এখন !
কলকাতা টাইমসঃ ইরাকের রাজধানী বাগদাদে সাদ্দাম হোসেনের ছবি দেওয়া ঘড়ি বিক্রি করার অপরাধে এক ইরাকি যুবককে গ্রেফতার করলো সেদেশের পুুলিশ। বাগদাদের আল-জামিয়া জেলা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।
এই বিষয়ে বাগদাদ পুলিশ এক বিবৃতিতে জানায়, স্থানীয় মানুষ পুলিশকে খবর দিলে ওই ব্যক্তিকে আটক করা হয়। তার কাছে সাদ্দাম হোসেনের ছবি দেওয়া বেশ কয়েকটি রিস্ট ওয়াচ পাওয়া গিয়েছে। ইরাকের বর্তমান সংবিধান অনুযায়ী সাদ্দাম হোসেন সেখানে নিষিদ্ধ। ২০০৬ সালের ৩০ ডিসেম্বর মানবতা বিরোধী অপরাধের দায়ে সাদ্দাম হোসেনকে ফাঁসি দেওয়া হয়।