সাইফ-কারিনার পুত্রের ছবি কুকিজে !

কলকাতা টাইমসঃ
সাইফ আলি খান এবং কারিনা কাপুরের ছেলে তৈমুরের বয়স এখন মাত্র ২ বছর। সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয় তৈমুর। ইতিমধ্যেই তৈমুরের মতন দেখতে পুতুল তৈরি হয়েছে।
আর এবার কুকিজের ওপরও দেখা গেল তৈমুরের ছবি! ওই কুকিজের ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ‘দ্য কেক কোম্পানি’ তৈরি করেছে এই বিশেষ কুকিজ।