১৪ বছর আগে একে অন্যকে মেরে ফেলতে চেয়েছিলেন সাইফ-প্রীতি!
কলকাতা টাইমস :
‘সালাম নমস্তে’ ছবিটার কথা মনে পড়ে? ১৩ বছর আগে অর্থাৎ ২০০৫ সালের ৯ সেপ্টেম্বর মুক্তি পেয়েছিল সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ওই ছবি। বক্স অফিসে দারুণ সফল হয়েছিল। পাশাপাশি সাইফ আলি খান এবং প্রীতি জিনতার জুটি পছন্দ করেছিলেন দর্শক। কিন্তু সেই ছবির পরেই দুজনের জীবনে ঘটে এক অদ্ভুত ঘটনা সেই ছবির সেটেই একে অপরকে মেরে ফেলতে চেয়েছিলেন প্রীতি-সাইফ! এত বছর পর প্রকাশ্যে এ কথা শেয়ার করলেন অভিনেত্রী।
প্রীতি লিখেছেন, ‘এই ছবিটা করতে গিয়ে আমরা দারুণ মজা করেছিলাম। অনস্ক্রিন এবং অফস্ক্রিনে আমরা এত ঝগড়া, মারপিট করতাম যে টিমের বাকিরা বুঝতেই পারত না, আমরা রিহার্সাল করছি, নাকি একে অপরকে মেরে ফেলতে চাইছি…। আই মিস ইউ সাইফ।’
ছবির গল্প অনুযায়ী লিভ ইন রিলেশনশিপে ছিলেন প্রীতি এবং সাইফ। তাদের চরিত্রের নাম ছিল অম্বর এবং নিখিল।
শুধু ‘সালাম নমস্তে’ নয়। ‘কাল হো না হো’, ‘কেয়া কহেনা’, ‘দিল চাহাতা হ্যায়’-এর মতো জনপ্রিয় ছবিতেও একসঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন এই দুই তারকা।