কায়রোর ক্যান্সার ইন্সটিটিউটকে ২৫ কোটি টাকা দিলেন সালাহ
কলকাতা টাইমসঃ
গত সোমবারই একটি বিস্ফোরক বোঝাই গাড়ি ধাক্কা মারে মিশরের জাতীয় ক্যান্সার ইন্সটিটিউটে। বিস্ফোরণে কেঁপে ওঠে হাসপাতাল। এই ঘটনায় ২০ জনের মৃত্যু হয়। আহত হন ৪৭ জন। নিজের দেশের এই ঘটনা নাড়া দিয়ে যায় লিভারপুল স্ট্রাইকার মোহাম্মদ সালাহকে। ক্ষতিগ্রস্থ হাসপাতাল পুনর্নির্মাণের জন্য ২৫ কোটি টাকা অর্থ সাহায্য করেন তিনি।
শুধু সাহায্যের প্রতিশ্রুতিই নয়, গত বুধবার, অর্থাৎ ঘটনার দুদিনের মধ্যেই সালাহ পুরো টাকাটাই পাঠিয়ে দেন। এমনটাই জানিয়েছেন কায়রো বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট মোহামেদ উথমান আল-খাস্ত।মিশর সরকারের পক্ষ থেকেও হাসপাতালটি সংস্কারের কথা জানানো হয়। মিশরীয় ফুটবল তারকার এই কাজ প্রশংসা কুড়োচ্ছে ফুটবল সমর্থকদের কাছে।