অনলাইনে ওষুধ বিক্রি নিষিদ্ধ আগেই: হেলদোল নেই প্রশাসনের
কলকাতা টাইমসঃ
প্রায় এক বছর হতে চললো অনলাইনে ওষুধ বিক্রির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিলো দিল্লী হাই কোর্ট। অথচ জানেই না দেশের মানুষ। বিষয়টি নিয়ে কোনো উদ্যোগ নিতেও দেখা যায়নি রাজ্য ড্র্যাগ কন্ট্রোলগুলিকেও। অবিলম্বে ই-ফার্মেসি নিয়ে ব্যবস্থা নিতে রাজ্যগুলিকে নির্দেশ দিলো কেন্দ্রীয় ওষুধ নিয়ন্ত্রক সংস্থা। প্রসঙ্গত, মেডলাইফ, নেটমেডস, ওয়ানএমজির মতো বেশকিছু অনলাইন বিক্রেতাদের দৌলতে সংকটের মুখে ভারতের ওষুধের দোকানগুলি।
অনলাইনে অনিয়ন্ত্রিত বিক্রির ফলে ওষুধের অপব্যবহার বাড়তে পারে, এমন অভিযোগ তুলে গতবছর দিল্লি হাইকোর্টে একটি পিটিশন দায়ের করেন একদল চিকিৎসক। তারই পরিপ্রেক্ষিতে অনলাইনে ওষুধ বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারি করে আদালত। সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশনের শীর্ষকর্তা কে বাঙ্গারুরাজন জানান, রাজ্যের ড্রাগ কন্ট্রোলাররাই নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ, তাদেরই এ নির্দেশ বাস্তবায়ন করতে হবে।