করোনা ভ্যাকসিনের নামে দেওয়া হলো স্যালাইন ওয়াটার!
কলকাতা টাইমসঃ
করোনা ভ্যাকসিনের নামে দেওয়া হলো স্যালাইন ওয়াটার! একজন দু’জন নয়। প্রায় সাড়ে আট হাজার মানুষকে এই ভ্যাকসিন দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। গত মার্চ মাসে ঘটা এই ঘটনা সম্প্রতি জনসমক্ষে এসেছে। জানা যাচ্ছে, জার্মানির নর্থ সি কোস্ট এলাকায় প্রায় ৮,৬০০ মানুষকে ভ্যাকসিনের বদলে স্যালাইন ওয়াটার দেওয়া হয়েছে।
সূত্রের খবর, রেড ক্রসের এক নার্স এই ঘটনা ঘটিয়েছিলেন। ঘটনার কথা সামনে আসতেই তদন্ত শুরু করেছে পুলিশ। কেনো এবং কি উদ্যেশ্য নিয়ে এই কাজ করা হয়েছে তা এখনো পরিষ্কার নয়। জানা যাচ্ছে, সেই লটে বেশিরভাগ বয়স্ক নাগরিক ওই নার্সের থেকে টিকা নিয়েছিলেন। যারা আপাতত করোনা সংক্রমণের সর্বোচ্চ ঝুঁকিতে রয়েছেন। তাদের অবিলম্বে এবং দ্রুততার সঙ্গে ভ্যাকসিন দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে খবর।