January 19, 2025     Select Language
Editor Choice Bengali KT Popular বিনোদন

সালমান আউট, করণ জোহর ইন

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ 

‘বিগ বস’-এর ঘরে সালমান আউট, করণ জোহর ইন। জানা যাচ্ছে, এবার বদলে যাচ্ছে শো-এর সঞ্চালক। দীর্ঘ ১৬ বছর ধরে টানা এই শো সঞ্চালনার দায়িত্ব সামলানো সালমান খানকে এবার সরে যেতে হচ্ছে। সালমানের জায়গা নিতে চলেছেন প্রযোজক করন জোহর। অবশ্য গত বছর ‘বিগ বস ১৫’-র প্রথম সিজন গোটাটাই সঞ্চালনা করেছিলেন করন। এবার পুরোপুরি সঞ্চালনার দায়িত্বই সামলাবেন করন।

তবে মাঝেমধ্যেই দেখা যাবে সালমানকে। এছাড়াও বিগ বসের ফাইনাল সঞ্চালনার দায়িত্ব থাকবে তারই হাতে।

Related Posts

Leave a Reply