January 18, 2025     Select Language
Editor Choice Bengali KT Popular বিনোদন

‘যৌনতা-বিয়ে কোনটাই আমার জীবনে এখনও ঘটে নি’

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস : 

তিনি যখনি সাংবাদিকদের সামনে আসেন তাকে একটা প্রশ্ন অতি অবশ্যই করা হয়। সেটা হল তার বিয়ে। আর তাই এই প্রশ্নের জবাব রহস্য করে দিতেই ভালবাসেন তিনি। কখনও বা তাতে মিশে থাকে সূক্ষ্ম মজাও। একেক বার একেক রকম উত্তর দেন। তিনি বলিউড সুপারস্টার সালমান খান। এবার তিনি জানালেন, ‘‘যৌনতা আর বিয়ে এর কোনটাই এখনও আমার জীবনে ঘটেনি।’’

সম্প্রতি ‘ফ্রেকি আলি’-র ট্রেলর লঞ্চ অনুষ্ঠানে হাজির ছিলেন সালমান খান। সেখানে তাকে ফের বিয়ে নিয়ে প্রশ্ন করা হয়। আর তার জবাবে সালমান জানালেন, সেক্স আর বিয়ে কোনটাই তার জীবনে এখনও ঘটেনি। আর বিয়ে করলে সেটা সকলকে জানিয়েই করবেন।

প্রায় এক দশকের বেশি সময় ধরে সালমান ভারতের মোস্ট এলিজেবল ব্যাচেলার। তাই সাংবাদিকদের মুখোমুখি হলেই বিয়ের প্রশ্নটা তাঁর জন্য ‘কমন’। তবে এবার মজার উত্তরটা অনুরাগীদের কাছে একটু বেশিই মজার হয়েছে বলে মনে করছেন বলিউডের একটা বড় অংশ।

Related Posts

Leave a Reply