মোক্ষ
[kodex_post_like_buttons]
কলকাতা টাইমস :
কামন্দক ঋষি বললেন, ‘যে ব্যক্তি ধর্ম ও অর্থ পরিত্যাগ করে কেবল কামের অনুশীলন করে, তার বুদ্ধি নাশ হয়. বুদ্ধিনাশকে বলে ‘মোহ’. এটি ধর্ম ও অর্থ উভয়কে নষ্ট করে’.
কুরুক্ষেত্র যুদ্ধে শরশয্যায় শায়িত পিতামহ ভীষ্ম যুধিষ্ঠিরকে মহারাজ আঙ্গরিষ্ঠ-র করা প্রশ্নের উত্তরে কামন্দক মুনির এই কথা বললেন.
যুধিষ্ঠির ধর্ম, অর্থ ও কাম কিরূপে নির্ণিত হবে জানতে চেয়েছিলেন. আমাদের বুঝতে হবে এই ধর্ম, অর্থ ও কামের সংজ্ঞার বর্তমানে ‘অর্থসংকোচ’ ঘটেছে. Religion, money ও Sex এর অনেক বৃহত্তর ব্যঞ্জনা রয়েছে এই তিনটির.
যাহোক ভীষ্ম বললেন, অর্থ ধর্মমূলক, কাম অর্থমূলক হতে হবে. এরা ত্রিবর্গ. এই ত্রিবর্গ হতে নিবৃত্তি হল মোক্ষ. ত্রিবর্গের অনুশীলন করতে করতেই মোক্ষলাভের ইচ্ছা হয়