আইফোনের ডিজাইন নকল করায় স্যামসাংকে ৫৩৯ মিলিয়ন ডলার জরিমানা করলো আদালত
নিউজ ডেস্কঃ
অ্যাপলের নিজস্ব ফোন আইফোনের ডিজাইন নকল করায় স্যামসাংকে ৫৩৯ মিলিয়ন ডলার জরিমানা করা হলো। ক্যালিফোর্নিয়ার এক আদালত আজ এই নির্দেশ দিয়েছে।
ডিজাইন নকল করায় অ্যাপল ক্ষতিপূরণ বাবদ ১ বিলিয়ন ডলার চেয়েছিল। আর দক্ষিণ কোরীয় কোম্পানি স্যামসাং ২৮ মিলিয়ন ডলার দিতে রাজি হয়েছিল। শুধু নকশা নয়, আইফোনের ফ্রন্ট ফেসিং রিম, আইওএসের হোম স্ক্রিনের নকশাও নকল করেছে স্যামসাং। এই কারণে ২.৫ বিলিয়ন মার্কিন ডলার ক্ষতিপূরণ চেয়ে ২০১১ সালে মামলা করে অ্যাপল। ২০১২ সালে আইফোন কতৃপক্ষ ক্ষতিপূরণের পরিমান কমিয়ে ১ বিলিয়ন মার্কিন ডলার দাবি করে।