বিশ্বের ক্ষুদ্রতম দেশ হিসেবে অলিম্পিক ইতিহাস গড়লো সান মারিনো
কলকাতা টাইমসঃ
ইউরোপের অতি ক্ষুদ্র একটি দেশ সান মারিনো। জনসংখ্যা মাত্র সাড়ে ৩৩ হাজার। এহেনো দেশটি ১৯৬০ সাল থেকেই অলিম্পিকে অংশগ্রহণ করে আসছে। এতদিনে তাদের ভাগ্যে শিকে ছিড়লো। বিশ্বের সবচেয়ে ক্ষুদ্র দেশ হিসেবে টোকিও অলিম্পিকে প্রথম পদক তুললেন তারা।
আজ মেয়েদের শুটিং ট্র্যাপে ব্রোঞ্জ পদক জিতে ইতিহাস গড়লেন সান মারিনো’র আলেসান্দ্রো পেরেল্লি। এর আগে তিনি ২০১২ লন্ডন অলিম্পিকে সান মারিনোর প্রথম অ্যাথলেট হিসেবে চতুর্থ স্থান দখল করেন। প্রসঙ্গত, টোকিও অলিম্পিকে অংশগ্রহণ করছেন সান মারিনোর পাঁচজন অ্যাথলেট।