আবারও ক্রিকেটের ময়দানে দেখা যাবে সনৎ জয়সূর্যকে
কলকাতা টাইমসঃ
বোলার হিসেবে শ্রীলংকান ক্রিকেট দলে যোগ দিয়ে পরবর্তীকালে হয়ে ওঠেন বিশ্বত্রাস ওপেনার। ইডেন গার্ডেনে বিশ্বকাপের সেমিফাইনালে শ্রীলঙ্কার বিশ্বকাপজয়ের অন্যতম কারিগর সনৎ জয়াসুরিয়ার তাক লাগানো ঘূর্ণি স্পিন এবং বিনোদ কাম্বলির কান্না আজও ক্রিকেট প্রেমীদের স্মরণে আছে।
অবসরের পর দীর্ঘদিন তাকে ভয়াবহ আর্থ্রাইটিসের কারণে কার্যত শয্যাশায়ী থাকতে হয়। কোনোরকমে উঠে দাঁড়াতে ক্র্যাচ’ই ছিল একমাত্র ভরসা। সেই সময় তাকে উপযুক্ত চিকিৎসার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেন প্রাক্তন ভারত অধিনায়ক আজহার উদ্দিন। সুস্থ্য হওয়ার পর ২০১৯ সালের ফেব্রুয়ারি মাসে এক দুর্নীতির অভিযোগে আইসিসি তাঁকে দুই বছরের জন্য সাসপেন্ড করে।
সেই নিষেধাজ্ঞা কাটিয়ে আবারো ক্রিকেটের ময়দানে ফিরতে দেখা যাবে শ্রীলংকার এই প্রাক্তন অধিনায়ককে। মেলবোর্নের ক্লাব মালগ্রাভে কোচের ভূমিকায় দেখা যাবে তাকে। প্রসঙ্গত, শ্রীলঙ্কার হয়ে ১১০টি টেস্ট এবং ৪৪৫টি ওয়ানডে খেলেছেন জয়াসুরিয়া।