সঞ্জু -র প্রথম দিনের রোজগার ৩৫ কোটি টাকা !
কলকাতা টাইমসঃ
যা ধারণা করা হয়েছিল, তার চেয়েও বেশি কিছু হলো। আশা করা হয়েছিল, রাজকুমার হিরানি পরিচালিত ও রণবীর কাপুর অভিনীত সঞ্জয় দত্তের বায়োপিক ‘সঞ্জু’ ‘ওপেনিং ডে’-তে ৩০ কোটি টাকা আয় করবে। কিন্তু সেই ধারণাকেও ছাপিয়ে গেল ছবিটি। রণবীরের জন্য অবশ্যই গেমচেঞ্জার এই ছবিটি ওপেনিং ডে-তে আয় করল প্রায় ৩৪.৭৫ কোটি।
এবং সেই সাথে ছবিটি ২০১৮ সালে এখনো পর্যস্ত মুক্তিপ্রাপ্ত ছবিগুলির মধ্যে ‘বিগেস্ট ওপেনার’ বলে বিবেচিত হলো। এর পরই আছে সালমান খানের অ্যাকশন এন্টারটেইনার ‘রেস ৩’। ছবিটি ওপেনিং ডে আয়ের দিক দিয়ে ভারতে মুক্তিপ্রাপ্ত হলিউডি সুপার মুভি ‘অ্যাভেঞ্জার্স : দ্য ইনফিনিটি ওয়ার’ ছবিকেও টপকে যায়। এখন দেখার বিষয়, এই বায়োগ্রাফিক্যাল ড্রামাটি সালমান খানের ‘রেস ৩’-এর মতো তিন দিনে ১০০ কোটি আয়ের মাইলফলক স্পর্শ করতে পারে কি-না।