শাড়িই একমাত্র পোশাক এই যুবকের !
কলকাতা টাইমসঃ
নাম হিমাংশু বর্মা। হ্যা, অবশ্যই পুরুষ। তার সবচেয়ে পছন্দের পোশাক শাড়ি! চমকে যাবেন না, গত ১৩ বছর ধরে তিনি শাড়িই পড়ছেন। হিমাংশু মনে করেন, শাড়ি পড়লে পৌরুষত্ব কখনোই হারিয়ে যায় না। তার মতে, অতীতে নারী-পুরুষ নির্বিশেষে শাড়িই ছিল একমাত্র পোশাক।
২০০৬ সাল থেকে শাড়িই হিমাংশুর একমাত্র পোশাক। শাড়ি নিয়ে রীতিমতন গবেষণা করে ফেলেছেন তিনি। ভারতের বিভিন্ন প্রদেশের শাড়ির রকমফের তাকে আকর্ষণ করে। জানান, আদি থেকে মধ্যযুগ পর্যন্ত শাড়িকেই বিভিন্ন কায়দায় অঙ্গে জড়িয়েছেন ভারতবাসী, নারী পুরুষ নির্বিশেষে। অসংখ বিদ্রূপ সত্ত্বেও আপন করে নিয়েছেন শাড়িকেই। আলমারিতে রয়েছে প্রায় শ’খানেক শাড়ি।