মহাকাশের আবর্জনা পরিষ্কার করতে পাড়ি দিলো স্যাটেলাইট !
কলকাতা টাইমসঃ
মহাকাশের আবর্জনা পরিষ্কার করার জন্য ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন থেকে পাড়ি দিলো প্রথম স্যাটেলাইট৷ খুব তাড়াতাড়ি এই স্যাটেলাইটটি কক্ষপথে পরীক্ষা-নিরীক্ষা শুরু করবে৷ এপ্রিল মাসে ফ্লোরিডা থেকে একটি স্পেসএক্স ড্রাগন স্পেসক্রাফ্টে করে তার যাত্রা শুরু করে ইতিহাস সৃষ্টিকারী এই স্যাটেলাইট৷
‘RemoveDEBRIS mission’ নামের এই স্যাটেলাইটটি ব্রিটেনে তৈরি করা হয়েছিল৷ পৃথিবীর কক্ষপথে ঘুরতে থাকা ভয়ঙ্কর স্পেস আবর্জনা পরিষ্কার করার এটাই গোটা বিশ্বে প্রথম প্রচেষ্টা৷ ১০০ কিলোগ্রামের এই স্পেসক্রাফ্টটি একটি জাল ও একটি হারপুন ব্যবহার করে ভাসতে থাকা স্পেস আবর্জনাকে ধরার চেষ্টা করবে৷ সেই সঙ্গে স্যাটেলাইটটি তার অত্যাধুনিক ক্যামেরা ও ব়্যাডার সিস্টেমের সাহায্যেও নানান পরীক্ষা নিরীক্ষা চালাবে৷
ইউনিভার্সিটি অফ সারের একজন অধ্যাপক গুগলেলমো অ্যাগলট্টিটি বলেন, ‘‘এই পরীক্ষা-নিরীক্ষা সফল হলে ভবিষ্যতে ‘RemoveDEBRIS’-এর প্রযুক্তি অন্যান্য মিশনের ক্ষেত্রেও ব্যবহার করা যাবে৷’’ এই মিশনটির নেতৃত্ব দিচ্ছে সারে বিশ্ববিদ্যালয়৷ স্যাটেলাইটটি তৈরি করেছে বিশ্বের শীর্ষস্থানীয় ছোট স্যাটেলাইট প্রস্তুতকারক সারে স্যাটেলাইট টেকনোলজি লিমিটেড৷ যার ডিজাইন করেছে এয়ারবাস৷