সৌদিতে দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের ১০ কোটি টাকা করে ক্ষতিপূরণ !
কলকাতা টাইমসঃ
সৌদি আরবে হজ পালন করতে এসে দুর্ঘটনায় আহত ব্যক্তিদের প্রায় পাঁচ কোটি টাকা করে ক্ষতিপূরণ দিচ্ছে সৌদি সরকার! আর মৃত ব্যক্তিদের ক্ষতিপূরণের পরিমান প্রায় ১০ কোটি টাকা! প্রসঙ্গত, ২০১৫ সালে ১১ সেপ্টেম্বর সৌদি আরবের মক্কায় নির্মাণ কাজ চলার সময় একটি ক্রেন ছিঁড়ে পড়ে।
সেই ঘটনায় ১১৮ জন নিহত হন। আহত হন ৩৯৪ জন। দুর্ঘটনার পর সৌদি বাদশা সালমান বিন আবদুল আজিজ আল সৌদ নিহতের পরিবারকে ১০ লাখ ও আহতদের প্রত্যেককে ৫ লাখ সৌদি রিয়াল দেওয়ার কথা ঘোষণা করেন। ভারতীয় মুদ্রায় টাকার অঙ্ক ১০ এবং ৫ কোটি।