January 19, 2025     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

পাকিস্তানকে ভাতে এবং তেলে দু’ভাবেই মারার সিদ্ধান্ত নিলো সৌদি আরব

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

কাশ্মীর নিয়ে কেনো পাকিস্তানের পক্ষ নিয়ে ভারতের সমালোচনা করেনি ইসলামিক দেশগুলি। কেনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি ভারতের বিরুদ্ধে। এই নিয়ে প্রবল ক্ষুব্ধ ছিলেন ইমরান খান। সম্প্রতি এই ইস্যুতে ইসলামিক দেশগুলির সংগঠন ‘ওআইসি’র ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। এমনকি ওই সংগঠনের প্রয়োজনীয়তা নিয়েই প্রশ্ন তোলেন তিনি। ইমরানের এই মন্তব্যের পরেই তীব্র প্রতিক্রিয়া দেখালো ওই সংগঠনের প্রধান রাষ্ট্র সৌদি আরব।

এবার পাকিস্তানকে সমস্ত রকম সহায়তা বন্ধ করার ইঙ্গিত দিলো সৌদি আরব। যার ভয়ংকর প্রভাব পড়তে চলেছে বলে মনে করছে পাকিস্তান নিজেই। প্রসঙ্গত, ২০১৮ সালের শেষে দেশের আর্থিক সংকট মেটাতে সৌদি আরবের কাছে ৬২০ কোটি ডলার ঋণ হিসেবে চায় পাকিস্তান। সৌদি যুবরাজ গত বছর পাকিস্তান সফরে এসে এই ঋণ মঞ্জুর করেন। শর্ত ছিলো ঋণের অংকের মধ্যে ৩০০ কোটি টাকা নগদে এবং বাকি অর্থের তেল দেবে সৌদি। সেই চুক্তির মেয়াদ ফুরোলেও তা পুনর্নবীকরণে রাজি নয় বিশ্বের বৃহত্তম এই তেল উৎপাদনকারী দেশ।

Related Posts

Leave a Reply